ঢাকা: ইসলামিক স্টেটের (আইএস) ২১ মিশরীয় খ্রিস্টান নাগরিকের শিরশ্ছেদের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) চার্চ অব স্কটল্যান্ডের সাধারণ সভার মডারেটর জন চ্যালমার্সের সঙ্গে সাক্ষাতের পর তিনি এ শোক জানান।
পোপ বলেন, তারা (২১ মিশরীয়) একমাত্র খ্রিস্টান বলেই বর্বর সন্ত্রাসীরা তাদের শিরশ্ছেদ করেছে।
এর আগে, রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে কমলা রঙের পোশাক পরিহিত ও পেছন থেকে হাতকড়ায় বাঁধা ২১ মিশরীয় নাগরিককে গলা কেটে হত্যা করার দৃশ্য ভিডিওতে প্রকাশ করে আইএস।
ভিডিওটির শিরোনামে লেখা ছিল, ‘রক্তে স্বাক্ষরিত এ ভিডিওর বার্তা ক্রুস ব্যবহারকারী জাতির জন্য’।
ইরাক ও সিরিয়ার বিশাল অঞ্চল দখল করে খেলাফত ঘোষণা করা আইএসের দাবি, এ ২১ জনকে হত্যার মাধ্যমে মিশরীয় খ্রিস্টানদের হাতে মুসলিম নারীদের অপমানের বদলা নিয়েছে তারা।
গত বছরের জানুয়ারিতেই আইএসের লিবিয়া শাখা পৃথক হামলা চালিয়ে ওই ২১ মিশরীয় খ্রিস্টানকে অপহরণ করে।
Imtiaz Dibos liked this on Facebook.
Jone Make liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Salim Mrsalim liked this on Facebook.
Noor Nakeib liked this on Facebook.