বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার কার্যালয়ে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের সফররত একটি প্রতিনিধি দল।
লাগাতার অবরোধ ডেকে ওই কার্যালয়ে অবস্থানরত খালেদার সঙ্গে দেখা করতে মঙ্গলবার বিকালে যান ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা।
৬ সদস্যের এই প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির ভাইস প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান দান প্রেদা।
তাদের নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পতাকাবাহী গাড়িটি সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছে।
ফটকের সামনে এসে নেমে প্রতিনিধি দলের সদস্যরা হেঁটে ওই কার্যালয়ে ঢোকেন। ফটক দিয়ে ঢোকার পর তাদের অভ্যর্থনা জানান বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
পরে প্রতিনিধি দলের সদস্যরা দোতলায় খালেদা জিয়ার চেম্বারে যান।
দেড় মাস ধরে ওই কার্যালয়ে অবস্থানরত খালেদার সঙ্গে কয়েকদিন আগে যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন ও তুরস্কের রাষ্ট্রদূত হুসেইন মোফদুগলু দেখা করেছিলেন।
এদিকে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল পৌঁছার ঘণ্টা খানেক আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে ঢোকেন।
বিএনপি চেয়ারপারসনের ওই কার্যালয়ে ঢোকা-বের হওয়া নিয়ন্ত্রণ করছে পুলিশের বিশেষ শাখার সদস্যরা। নজরুল ইসলাম এসবি সদস্যদের কাছে নিজের পরিচয় দিয়ে ঢোকেন সেখানে।
সাম্প্রতিককালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ নিয়ে উদ্বেগ জানিয়ে ইউরোপীয় পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন হয়েছে।
তার প্রেক্ষাপটে ইউরোপীয় পার্লামেন্টের এই প্রতিনিধি দলটি সরেজমিনে পরিস্থিতি দেখতে সোমবার চারদিনের সফরে ঢাকায় আসে। প্রতিনিধি দলটি সরকারের সঙ্গেও কথা বলবে।
Jone Make liked this on Facebook.
Zohirul Islam liked this on Facebook.
মানিক মিয়া liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.