বাংলায় প্রোগ্রামিং বইয়ের অ্যাপ

সম্পূর্ণ বাংলায় প্রোগ্রামিং শেখার বই নিয়ে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে একটি অ্যাপ। অ্যাপটি তৈরি করেছে মুক্ত সফটওয়্যার লিমিটেড। তামিম শাহরিয়ার সুবিনের লেখা সহজে বাংলায় প্রোগ্রামিং শেখার ‘কম্পিউটার প্রোগ্রামিং’ বইটিকে অ্যাপ হিসেবে উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
২০১১ সালে একুশে বইমেলায় ‘কম্পিউটার প্রোগ্রামিং’ বইটি প্রকাশিত হয়। ওই সময় সাধারণ অবাণিজ্যিক লাইসেন্সে অনলাইনে (http://cpbook. subeen. com) বইটি প্রকাশিত হয়।
তামিম শাহরিয়ার সুবিন প্রথম আলোকে জানান, সম্পূর্ণ বাংলা ভাষায় কম্পিউটার প্রোগ্রামিং শেখার পদ্ধতি নিয়েই এ বই। বইটিতে প্রোগ্রামিং ভাষা হিসেবে সি (C) ব্যবহার করা হয়েছে। বিশেষ করে যাঁরা নতুন, তাঁদের জন্য বইটি সহায়ক। এর যেকোনো অংশ অবাণিজ্যিক উদ্দেশ্যে সৃজনী সাধারণ অবাণিজ্যিক লাইসেন্সের আওতায় কপি, প্রিন্ট ও বিতরণ করা যাবে ।
বইয়ের অ্যাপসটি পাওয়া যাবে (http://bit.ly/1vRyLLj) লিংক থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *