ঢাকা : এবার ঢাকাস্থ বিদেশি রাষ্ট্রের কূটনীতিকদের সাথে বৈঠকে বসছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
বুধবার হোটেল সোনারগাঁও এ বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে এফবিসিসিআই সূত্র নিশ্চিত করেছে।
চলমান রজনৈতিক সংকটে ব্যবসায়ীদের এ ধরনের উদ্যোগ নিয়ে রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বৈঠকে কূটনীতিকদের কাছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান আন্দোলনে বাংলাদেশের অর্থনীতির বর্তমান চিত্র এবং ব্যবসায়ীদের অবস্থান তুলে ধরা হবে বলে জানা গেছে।
সংলাপ, নতুন নির্বাচন ও সরকারের পদত্যাগের দাবিতে ৪৩ দিন ধরে লাগাতার অবরোধের পাশাপাশি হরতাল কর্মসূচি পালন করে যাচ্ছে ২০ দলীয় জোট।
Saidul Islam Bhuyan liked this on Facebook.