লক্ষীপুরের রামগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে পৌর কলচমা গ্রামের যুবলীগ কর্মী ওয়াসীম (৩২)কে একটি বিদেশী পিস্তলসহ আটক করেছে। ওয়াসীম রামগঞ্জ পৌরসভার কলচমা গ্রামের বকশি বাড়ীর মো. হোসেনের ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের জয়পুরা কলেজ রোডে ওয়াসীম ও তার সহযোগীদের সঙ্গে স্থানীয় লোকজনের বাকবিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সন্ধায় ওয়াসীম আগ্নেয়াস্ত্র নিয়ে বেশ কয়েকজন সন্ত্রাসীসহ জয়পুরা গ্রামে গেলে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাদেরকে ধাওয়া করে। এসময় ওয়াসীম তার হাতে থাকা বিদেশী পিস্তল দিয়ে গুলি করতে করতে সামনে এগিয়ে আসে। এক পর্যায়ে তার গুলি শেষ হয়ে গেলে এলাকাবাসী তাকে পিস্তলসহ আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। রামগঞ্জ থানার এস আই শামছুল হক পিস্তলসহ ওয়াসীমকে গ্রামবাসীর কাছ থেকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে চিকিৎসা দিয়ে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান, গ্রেপ্তার ওয়াসীমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
মানিক মিয়া liked this on Facebook.
Elias Ali Prodhania liked this on Facebook.
Abdur Razzak Rana liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Sarowar Islam liked this on Facebook.
জাতীয়তাবাদী ছাএ দল liked this on Facebook.