গত এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে জেতায় আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবি মনে করেন, এ ম্যাচ তাদের ওপর কোনো চাপ নেই; চাপ যত আছে, সব মাশরাফি বিন মুর্তজার দলের ওপর।
অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বুধবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিপক্ষে এ ম্যাচের জন্য কোনো চাপ অনুভব না করার কথা জানান ৩০ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান।
“আফগানিস্তানের ওপর কোনো চাপ নেই; সব চাপ বাংলাদেশের ওপর। কেননা, এরই মধ্যে এশিয়া কাপে আমরা তাদেরকে হারিয়েছি।”
গত মার্চে এশিয়া কাপে নারায়ণগঞ্জের ফতুল্লায় মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান। ওই ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ৩২ রানের জয় পেয়েছিল নবির দল।
দেশের ৪৫টি ওয়ানডের প্রতিটিতেই খেলা আফগানিস্তান অধিনায়কও আগের দিন “আশা করি, আমরা জিতব” বললেও মঙ্গলবার বলেন ভিন্ন কথা।
“আশা করি, সবাই তাদের স্নায়ু ধরে রাখবে এবং চাপটাকেও নিয়ন্ত্রণ করবে। যদি আমরা চাপ নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা ম্যাচে ভালো করতে পারব।”
দেশের হয়ে সর্বোচ্চ রান (১ হাজার ৬৯) তোলা নবির বিশ্বাস, চাপ সামলে বিশ্বকাপে ভালো করার মতো যোদ্ধা তার দলে আছে।
“আমাদের দলে মানসম্পন্ন বোলার আছে এবং এখানকার কন্ডিশন ব্যাটসম্যানদের জন্য উপযুক্ত।”
অস্ট্রেলিয়া ও বাংলাদেশের উইকেটে কন্ডিশন ভিন্ন। কন্ডিশনের এই ভিন্নতা বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কাজে লাগাতে চান আফগান অধিনায়ক।
আতিক/প্রবাস