২০ হাজার ফিলিস্তিনির ঘরবাড়ি ভেঙ্গে দিতে ইসরাইলী তালিকা

ইহুদিবাদী ইসরাইল অধিকৃত আল-কুদস (পূর্ব জেরুজালেম)-এ ২০ হাজার ফিলিস্তিনি ঘরবাড়ি উৎখাতের তালিকা তৈরি করেছে। জেরুজালেম সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড ইকনমিক রাইটস বা জেসিএসইআর এ খবর দিয়েছে। এ কেন্দ্রের পরিচালক জিয়াদ হামুরাই বলেছেন, ইসরাইলের কাছ থেকে কথিত নির্মাণ সংক্রান্ত লাইসেন্স না নেয়ায় এসব ঘরবাড়ি ভেঙ্গে দেয়া হবে। কথিত এই লাইসেন্সের জন্য আবেদন করা হলে কদাচিৎ তা ফিলিস্তিনিদের দেয়া হয় এবং অধিকৃত এলাকা থেকে ফিলিস্তিনিদের উৎখাতের জন্য এ লাইসেন্সকে তেল আবিব ব্যবহার করছে বলেও জানান হামুরাই।

তিনি আরো বলেন, লাইসেন্স দেয়া হলেও সে জন্য পাঁচ থেকে আট বছর ঝুলে থাকতে হবে এবং প্রতিটি লাইসেন্সের পেছনে ৩০ থেকে ৫০ হাজার ডলার সমপরিমাণ অর্থ ব্যয় করতে হবে। নির্মাণ লাইসেন্সের নামে কার্যত আর্থিক এবং প্রক্রিয়াগত ভাবে শাস্তি দেয়ার পথ তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া তিনি বলেন, একই শহরে বসবাসকারী ইহুদিবাদীদের জন্য এ আইন প্রয়োগ করা না। রয়টার্স।

আতিক /প্রবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *