কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা ফের স্থগিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীন কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা ফের স্থগিত করা হয়েছে

সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে এ কথা জানানো হয়েছে। নতুন তারিখ অনুযায়ী আগামী ৮ মার্চ থেকে পরীক্ষা শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বলেন, ‘হরতাল-অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল (স্নাতকোত্তর) পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচি স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য যে, এর আগে ৩ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও হরতাল-অবরোধের কারণে তা পিছিয়ে ১৭ ফেব্রুয়ারি পরীক্ষার তারিখ নির্র্ধারণ হয়। এ নিয়ে দ্বিতীয় দফায় পরীক্ষার তারিখ স্থগিত করা হল।

আতিক/প্রবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *