দেহ পুরো, মাথা অর্ধেক!

দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের কোলে এসেছে ছেলে নবজাতক। তবে অন্যান্য নবজাতকের মতো নয়, অস্বাভাবিক। পুরো শরীর ঠিকই আছে কিন্তু মাথা হয়েছে অর্ধেক।

এমনই এক শিশুর জন্ম হয়েছে নাটোরের সিংড়ায়। বর্তমানে অস্বাভাবিক ওই শিশুটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তবে চিকিৎসক বলছেন, এ ধরণের শিশু কম সময়ই বেঁচে থাকে।

রোববার দুপুরে স্থানীয় একটি ক্লিনিকে শিউলী বেগম নামের এক প্রসূতি মা অর্ধমাথার এক পুত্র সন্তানের জন্ম দেন।

শিউলী সিংড়া পৌর এলাকার চকসিংড়া মহল্লার আব্দুল মতিনের স্ত্রী।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ শিশুটিকে এক নজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় জমায়।

পারিবারিক ও ক্লিনিক সূত্রে জানা গেছে, চকসিংড়া মহল্লার আব্দুল মতিনের সন্তানসম্ভবা স্ত্রী শিউলী বেগমের প্রসব বেদনা উঠলে পরিবারের লোকজন স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। পরে ডা. আখের আলী মণ্ডলের সিজারিয়ান অপারেশনে নবজাতকটির জন্ম হলে দেখা যায় অর্ধেক মাথা নিয়ে শিশুটি পৃথিবীতে এসেছে।

পরে শিশুটিকে বাড়ি নিয়ে যাওয়া হলে শত শত মানুষ শিশুটিকে এক নজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় জমাচ্ছে।

প্রায় ১১ বছর আগে আব্দুল মতিনের সাথে শিউলী বেগমের বিয়ে হয়। তাদের ঘরে এক ছেলে এক মেয়ে রয়েছে। শিশুটির উন্নত চিকিৎসার জন্য সবার সহযোগিতা চেয়েছেন পরিবারের লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *