বাংলাদেশ এখন অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে অবস্থান করছে। যেখানে আগামী ১৮ তারিখ আফগানিস্তানের সাথে মুখোমুখি হবে বাংলাদেশ। তাই সেখানের স্টেডিয়ামে অনুশীলন করছেন বাংলাদেশ দল। আর তাদের অনুশীলনে উৎসাহ দিতে অস্ট্রেলীয়া প্রবাসীবাসি বাংলাদেশি দর্শকরা ছুটে আসেন মাঠে। সেখানেও আসছে অনেক সাকিব ভক্ত তারা যতক্ষনই মাঠে থাকে শুধু সাকিব সাকিব বলে চিৎকার করে। আর সেই ভক্তদের ও হতাশ করলেন না সাকিব। হাত উঠিয়ে সাড়া দিয়ে এবং অটোগ্রাফ দিয়ে তাদের মনোবাসনা পূরণ করেন সাকিব।
শুধু অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি দর্শকদের কাছেই নয় সে অস্ট্রেলীয়ার কিশোরদের কাছেও খুবই জনপ্রিয় বিশ্ব সেরা এই অলরাউন্ডার। কারন সে কিছু দিন আগেই মেলবোর্ন রেনেগেডসের হয়ে বিগ ব্যাশে খেলেছেন। সেখানে অস্ট্রেলিয়ার ছোট ছোট কিশোরদের ক্রিকেট টিপ্স দিতেন সাকিব। আর তার জন্য মেলবোর্নের কিশোরদের কাছে প্রিয় এই বাংলাদেশি তারকা। মেলবোর্নে সুন্দরীদেদের কাছেও শোনা গেছে সাকিব বন্দনা। এমনকি তারা সাকিবের অনেক খবরা খবর ও রাখে।
অন্যদিকে বাংলাদেশ কোচ হাতুরাসিংহে বলেন ‘পূর্ণ পেশাদার মানসিকতা দেখিয়ে অস্ট্রেলিয়ানদের মন জয় করে নেয়া সাকিব যে দলের ছিল প্রাণভোমরা।
তাই এইবারের বিশ্বকাপে বিরাট কোহলি, স্টিভ স্মিথদের উপর যেমন নজর থাকবে ঠিক তেমনি এই সাকিবের উপর থাকবে একই নজর।
আতিক/প্রবাস