রাজধানীর ধোলাইপাড় ও টিটিপাড়ায় দুইবাসে আগুন

ঢাকা : রাজধানীর কদমতলী থানার ধোলাইপাড় ও টিটিপাড়া এলাকায় পৃথক দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তকে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা ফরহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আকস্মিকভাবে যাত্রীবাহী বোরাক পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো জ-১১-২৯৭৭) আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে রাত ৮ টা ১০ মিনিটের দিকে সুপ্রভাত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

৩ thoughts on “রাজধানীর ধোলাইপাড় ও টিটিপাড়ায় দুইবাসে আগুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *