শেখ জাহিদুজ্জামান
বুকের ভেতর কষ্ট আমার জমাট সে তো বাঁধা
তুমি আমার প্রাণ প্রিয় তুমি ভালোবাসা,
কষ্ট আমার অতি আপন কষ্ট আমার সুখ
তোমার-আমার স্মৃতিগুলো নিদারুণ বৈমুখ।
কষ্ট আমার নোংরা হলেও-হীরার চেয়ে দামি
স্বপ্ন ছিলো ভালবেসে হাত বাড়াবে তুমি,
কিছু কষ্ট তুমি আমি- কিছু কষ্ট একা
কষ্ট আমার বুকের মাঝে-যায় না চোখে দেখা।
কষ্ট হলো পাথর কোমল-কষ্ট আমার নাজুক
কষ্টগুলো কেঁদে কেটে ভেজাবে দুই চোখ,
কষ্টগুলো উড়ছে আমার-কিছু কষ্ট পাশে
ইশারাতে কষ্ট গুলো ডাকবে তোমায় কাছে।
কিছু কষ্ট পাহাড় সমান-কিছু কষ্ট নদী
কিছু কষ্ট বরফ শীতল-ছুঁয়ে দেখতে যদি।
Alam Shabuz liked this on Facebook.
একটু শান্তি চাই liked this on Facebook.