বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর বাড্ডার লিংক রোডে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অজ্ঞাতরা।
সোমবার বিকাল ৪টার দিকে ওই বাসে আগুন দেয়া হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনে বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।