জাপানিদের সততা

লোভকে সংবরণ করে কুড়িয়ে পাওয়া বিপুল অঙ্কের অর্থ ফেরত দিয়ে সততার অনন্য নজির স্থাপন করলেন কয়েকজন জাপানি। রাজধানী টোকিতে এই ব্যক্তিরা প্রায় ২৮ মিলিয়ন মার্কিন ডলার কুড়িয়ে পান।

২৮ মিলিয়ন মার্কিন ডলারে বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ২১৮ কোটি ২৪ লাখ টাকা। এত টাকার লোভ হার মানাতে পারেনি ওই ব্যক্তিদের সততাকে। কুড়িয়ে পাওয়া টাকা তারা জমা দেন স্থানীয় একটি থানায়। পরে সেই টাকার চার ভাগের তিন ভাগ ফিরিয়ে দেওয়া হয়েছে প্রকৃত মালিককে।

এই বিপুল পরিমাণ অর্থ পেয়েও তা ফিরিয়ে দেওয়াকে জাপানিদের নজিরবিহীন সততার প্রমাণ বলে উল্লেখ করেছে দেশটির গণমাধ্যম।

রাজধানী টোকিও মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানান, সম্প্রতি কয়েকজন নাগরিক ৩ দশমিক ৩৪ বিলিয়ন জাপানি ইয়েনভর্তি একটি স্পোর্টস ব্যাগ কুড়িয়ে পান। কিন্তু তারা তা আত্মসাৎ না করে তাদের নিকটস্থ হাসপাতালে জমা দেন।

যে ব্যক্তি ব্যাগটি পেয়েছিলেন, তিনি জানিয়েছেন, খেলাধুলার একটি ব্যাগে ওই অর্থ ছিল। তা দিয়ে অনায়াসে একটি মার্সেতি গ্রানটুরিসমো এমসি গাড়ি অথবা টোকিওতে একটি অ্যাপার্টমেন্ট কেনা যেত।

টোকিও মেট্রোপলিটন পুলিশের ওই মুখপাত্র আরো জানিয়েছেন, হারিয়ে যাওয়া অর্থের ৭৪ শতাংশই প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, জাপানের আইন অনুযায়ী, কুড়িয়ে পাওয়া অর্থের প্রকৃত মালিককে তিন মাসের মধ্যে না পাওয়া গেলে, যিনি অর্থ কুড়িয়ে পেয়েছেন, তিনি তা খরচ করতে পারবেন। এ ক্ষেত্রে যেহেতু প্রকৃত মালিককে পাওয়া গেছে এবং তাকে তার অর্থ বুঝিয়ে দেওয়া হয়েছে, ফলে বাকি অর্থের মালিক যারা কুড়িয়ে পেয়েছেন তারা-ই। কিন্তু তারা কোনো অর্থ নেননি। ফলে বাকি অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে। সত্যিই এমন সততার দৃষ্টান্ত মেলা ভার!

তথ্যসূত্র : ডেইলি মেইল অনলাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *