বিনামূল্যে আকর্ষণীয় মোবাইল গেম রুফটপ ফ্রেঞ্জি

মোবাইল গেমপ্রেমীদের জন্য বাংলাদেশের জনপ্রিয় গেম নির্মার্তা প্রতিষ্ঠান রাইজ আপ ল্যাবস সম্প্রতি নিয়ে এসেছে নতুন মোবাইল গেম রুফটপ ফ্রেঞ্জি। এর আগে ট্যাপ ট্যাপ অ্যান্টস এবং হাইওয়ে চেইজ এর মতো জনপ্রিয় গেমগুলোও নির্মাণ করেছিল এই প্রতিষ্ঠানটি।

এবার অ্যাকশনপ্রেমী মোবাইল গেমারদের কিছু নতুনত্ব আর মার্শাল আর্টের ছোঁয়া দিতে এনেছে রুফটপ ফ্রেঞ্জি নামক মোবাইল গেমটি। গুগল প্লে, অ্যামাজন স্টোর ও অ্যাপেল স্টোরে বিনামূল্যের এই গেমটি উন্মুক্ত করা হয়েছে ।

গেমারকে কুংফু মাস্টারের ভূমিকায় খেলতে হবে এ গেমে, আর কুংফু মাস্টার হিসেবে খেলার জন্য জানতে হবে বিভিন্ন স্টাইলের কম্বো মুভ, যা গেমের শুরুতেই গেমার শিখে নিতে পারবে। এ ছাড়া চাইলে সেটিংস অপশনের মুভ লিস্ট থেকেও শেখা যাবে।

বিভিন্ন রকমের নিনজা রূপী শক্রকে মারার জন্য গেমটিতে রয়েছে প্রায় ৯টি স্টাইলের কম্বো মুভ। নিনজাদের এক এক জনের ক্ষমতা ও কুংফু মাস্টারকে অ্যাটাকের ধরনের মধ্যে রয়েছে ভিন্নতা। আর এ জন্য গেমারকে আয়ত্ত করতে হবে সব ক’টি মুভ, তাহলেই গেমটিতে বেশি স্কোর করা যাবে।

মজার কাহিনি, উন্নতমানের সাউন্ড ইফেক্টস, আকর্ষণীয় গ্রাফিক্স ও চমৎকার ব্যাকগ্রাউন্ডের এই গেমটি দেশীয় গেমের প্রতি গেমারদের আরও আকর্ষণ বৃদ্ধি ও আস্থা সৃষ্টি করবে- এমনটাই আশা করছে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫’ শীর্ষক তথ্যপ্রযুক্তি মেলায় মোবাইল ইনোভেশন বিভাগে প্রথম হওয়া এ প্রতিষ্ঠানটি ।

রুফটপ ফ্রেঞ্জি গেমটি বিনামূল্যে অ্যাপল স্টোর, গুগল প্লে ও অ্যামাজন স্টোরে পাওয়া যাচ্ছে। ডাউনলোড করা যাবে http://riseuplabs.me/roof লিংক থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *