ঢাকা উত্তরে আ.লীগ প্রার্থী আনিসুল হক

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির- এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হককে মনোনয়ন দেয়ার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে এক অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মন্ত্রী এতথ্য নিশ্চিত করেছেন।

তবে ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের প্রার্থীর বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানা গেছে।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে প্রধানমন্ত্রী বলেন, ‘ডিসিসি নির্বাচন দিন, আর কতো আটকিয়ে রাখবেন?’

২ thoughts on “ঢাকা উত্তরে আ.লীগ প্রার্থী আনিসুল হক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *