রিজভী ফের তিন দিনের রিমান্ডে

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে অগ্নিসংযোগের মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।

ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে সোমবার বিকালে এ রিমান্ড মঞ্জুর হয়।

এর আগে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বশির আহম্মেদ মামলার সুষ্ঠু তদন্তের জন্য রিজভী আহমেদকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

গত  ১০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার মামলায় রিজভীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আমিনুল হক।

৪ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার মামলায় পাঁচ দিনের রিমান্ড দেন ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম।

১ ফেব্রুয়ারি বাড্ডা থানার মামলায় রিজভীকে তিন দিনের রিমান্ড দেন ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজ।

প্রসঙ্গত, ২৩ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ী থানার কাঠেরপুল এলাকায় রাত ১০টার দিকে গ্লোরী পরিবহনের একটি বাসে পেট্রলবোমা ও ককটেল হামলা করে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হন ৩ নারীসহ ২৯ জন যাত্রী। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় এসআই কে এম নুরুজ্জামান মামলা দায়ের করেন।

৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সদস্যদের হাতে আটক হন রিজভী।

৩ thoughts on “রিজভী ফের তিন দিনের রিমান্ডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *