শাহাজান খানের ঘেরাও কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ,আটক ৫

ঢাকা: গুলশ‍ানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গুলশান থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের স্বার্থে আটককৃতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার লুৎফুল কবির জানান, ওই ঘটনায় মোট ১১ জনের আহত হওয়‍ার খবর পাওয়া গেছে।

এর আগে সোমবার দুপুরে হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় ঘেরাও করেন শ্রমিকরা। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান কর্মসূচির নেতৃত্ব দেন। কর্মসূচির শুরুর দিকে ও মাঝামাঝিতে দু’দফা ককটেলের বিস্ফোরণ ঘটে। প্রথম দফায় মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটলে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়।

১০ thoughts on “শাহাজান খানের ঘেরাও কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ,আটক ৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.