মুক্তি পাচ্ছে পরীমনির প্রথম ছবি

অনেক অপেক্ষার পর অবশেষে প্রথম মুক্তি পেতে যাচ্ছে আলোচিত নায়িকা পরীমনির প্রথম অভিনীত ছবি ‘ভালোবাসা সীমাহীন’। ছবিটির পরিচালক শাহ আলম মণ্ডল গতকাল শনিবার ১৪ ফেব্রুয়ারি রাতে বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেন।

ছবির শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন পরীমনি, জায়েদ খান ও আনিসুর রহমান মিলন। এ ছাড়া রয়েছেন কাজী হায়াৎ, সাদেক বাচ্চু প্রমুখ।

পরিচালক শাহ আলম মণ্ডল এনটিভি অনলাইনকে বলেন, ‘গত বছর অক্টোবরে ছবির কাজ শেষ হয়েছে। এ বছরের জানুয়ারির ৬ তারিখে সেন্সর বোর্ডে জমা দিয়েছিলাম। সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।’

নাম থেকেই বোঝা যায়, ভালোবাসার গল্প নিয়েই এগিয়েছে ‘ভালোবাসা সীমাহীন’। ছবির গল্পে দেখা যাবে- মির্জা পরিবারের সন্তান জায়েদকে ভালোবাসেন তালুকদার পরিবারের মেয়ে পরীমনি। তাঁদের এ ভালোবাসায় বাধা হয়ে দাঁড়ায় দুই পরিবার। এক পর্যায়ে পরীমনি বিয়ে করেন মিলনকে। তখন শুরু হয় সম্পর্কের নানা টানাপড়েন। এভাবেই এগিয়ে গেছে এ চলচ্চিত্রের গল্প।

চিত্রনায়ক জায়েদ খান এনটিভি অনলাইনকে বলেন, “এ বছর আমার অভিনীত প্রথম ছবি ‘ভালোবাসা সীমাহীন’। দর্শক অনেক দিন পরে একটি মিষ্টি প্রেমের ছবি দেখতে পাবেন। আশা করি, দর্শকদের ভালো লাগবে।”

মুক্তি পেতে যাওয়া নিজের প্রথম ছবি নিয়ে পরীমনি এনটিভি অনলাইনকে বলেন, “‘ভালোবাসা সীমাহীন’ আমার প্রথম সিনেমা। এ জন্য প্রত্যাশাও একটু বেশি।” তিনি আরো বলেন, আমার লক্ষ্য ছিল সিনেমার অভিনেত্রী হওয়ার। বড় পর্দায় নিজেকে মেলে ধরার সুযোগ বেশি। সহজেই দর্শকের কাছে পৌঁছানো যায়। এ ভাবনা থেকেই সিনেমায় অভিনয় করছি।

পরিচালক শাহ আলম মণ্ডল বলেন, “সিনেমাটি সব পরীক্ষা শেষ করেছে। এখন ফলাফলের পালা। আর এ ফলাফল প্রকাশ করবেন দর্শক। দেশের একটা অস্থির সময়ে ছবিটি মুক্তি দিচ্ছি, এরপরও আমরা আশাবাদী, কারণ পরিমনিকে ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে আমিই নিয়ে এসেছি। কোনো ছবি মুক্তির আগেই পরী হিট! সে এরই মধ্যে দর্শকদের কাছে একটা জায়গা করে নিয়েছে। আশা করি ছবিটি ব্যবসায়িকভাবেও সফলতা পাবে।”

নোমান কথাচিত্রের ব্যানারের এ ছবিতে ছয়টি রোমান্টিক গান স্থান পেয়েছে। সিনেমার সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। ভালোবাসা সীমাহীন সিনেমাটি ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যায়নের কাজ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *