বিশ্বকাপ ক্রিকেটের পঞ্চম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ।টস হেরে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ
পুল ‘বি’র ম্যাচটি সোমবার স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় ভোররাত ৪টা) নিউজিল্যান্ডের নেলসনের স্যাক্সটন ওভাল স্টেডিয়ামে শুরু হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ব্যাট করতে নেমেছেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল ও ডোয়াইন স্মিথ।
৫ ওভারের খেলা শেষে ক্যারিবীয়দের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২১ রান। স্মিথ ১১ ও গেইল ৯ রানে ব্যাট করছেন।
এবারের বিশ্বকাপ ক্রিকেটের আগের চার ম্যাচের সবগুলোতেই আগে ব্যাট করা দলগুলোই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে।
ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রিস গেইল, ডোয়াইন স্মিথ, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, আন্দ্রে রাসেল, জ্যাসন হোল্ডার (অধিনায়ক), কেমার রোচ ও জেরোমে টেইলর।
আয়ারল্যান্ড দল: উইলিয়াম পোর্টারফিল্ড(অধিনায়ক), পল স্টার্লিং, এড জয়েস, নিয়াল ও’ব্রায়েন, অ্যান্ডি বালবার্নি, গ্যারি উইলসন (উইকেটরক্ষক), কেভিন ও’ব্রায়েন, জন মুনি, ম্যাক্স সরেনেসন, জর্জ ডকরেল ও অ্যান্ডি ম্যাকব্রাইন।
Mamun Ahmed liked this on Facebook.