পাকিস্তানে নতুন একটি দূতাবাস চালু করেছে চীন। আর বহির্বিশ্বে এটা দেশটির সব থেকে বড় দূতাবাস। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এটাকে দুই মিত্র রাষ্ট্রের বন্ধুত্বের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। চীনের রাষ্ট্রীয় একটি পত্রিকা ওয়াংকে উদ্ধৃত করে বলেছে, বহির্বিশ্বে চীনের সর্ববৃহৎ দূতাবাস হিসেবে এটা চীন ও পাকিস্তানের মধ্যকার বন্ধুত্বের নিদর্শন। তবে এতে নতুন দূতাবাসের বিস্তারিত কিছু দেয়া হয়নি। ওয়াং ইসলামাবাদ সফরে থাকাকালীন ১৩ই ফেব্রুয়ারি নতুন দূতাবাসের একটি উদ্বোধনী অনুষ্ঠান হয়।
পাকিস্তান ছাড়াও ওয়াশিংটন, নিউ ইয়র্ক ও নয়া দিল্লিতে চীনের বড় কূটনৈতিক মিশন রয়েছে। চীনের ওই দৈনিকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দুদিনব্যাপী পাকিস্তান সফর চীনা প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের আসন্ন সফরের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। ওয়াং জানিয়েছেন, এ বছরেই পাকিস্তানে রাষ্ট্রীয় সফরে যাবেন তার প্রেসিডেন্ট শি জিনপিং। আর সেটা হবে চীনা রাষ্ট্রপ্রধান হিসেবে তার প্রথম পাকিস্তান সফর।
আতিক /প্রবাস