নারায়ণগঞ্জের ২ নং রেলগেট এলাকায় আওয়ামী লীগ অফিসের সামনে একটি ট্রেনের দু’টি বগিতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় ট্রেনটির দু’টি বগিতে আগুন ধরে যায়।
এ ঘটনায় পাঁচ জন আহত হয়েছে বলেও জানান তিনি। তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
আতিক / প্রবাস