আরেকটি বিশ্বকাপ, ভারতের কাছে আরেকটি হার-এমন কেন হয় পাকিস্তানের? ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকলেও বিশ্বকাপে চির-প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে বারবার এভাবে ভেঙে পড়ার কোনো ব্যাখ্যা নেই দেশটির অধিনায়ক মিসবাহ-উল হকের কাছে।
রোববার এই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৭৬ রানে হারে পাকিস্তান। বিশ্বকাপে এই নিয়ে ভারতের বিপক্ষে ৬ ম্যাচের সবকটিতেই হারল তারা। সবমিলিয়ে মুখোমুখি লড়াইয়ে পাকিস্তান জিতেছে ৭২টিতে; ভারত ৫১টিতে।
ম্যাচের শুরুতে মিসবাহকে প্রশ্ন শুনতে হয়-এবার কি পাকিস্তান পারবে বিশ্বকাপে ভারত-গেরো ছোটাতে? ম্যাচ শেষে এ নিয়ে আবার শুনতে হলো-বিশ্বকাপে বারবারই কেন এমনটা ঘটে?
“আমি জানি না। এটা ঘটছে। এ নিয়ে কিছু করার নেই। আমার মনে হয় তারা ভালো খেলছে।”
বিশ্বকাপে ভারত-গেরো ছোটাতে না পারলেও আপাতত এ নিয়ে আর ভাবতে চান না মিসবাহ। বিশ্বকাপ একটা ম্যাচেই শেষ নয় উল্লেখ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা বলেন তিনি।
“আমি মনে করি, ম্যাচটি এখন শেষ। তাই আমাদের এখন পরের ম্যাচে মনোযোগ দিতে হবে। হেরে যাওয়া প্রতিটি ম্যাচই আমাদের জন্য কঠিন, বিশেষ করে বিশ্বকাপে। আপনাকে ম্যাচ জিততে হবে।”
ভারত-পাকিস্তান এর আগে যতবারই মুখোমুখি হয়েছে, ম্যাচের আগে একটাই কথা বলা হয়-চাপ সামলাতে পারা দলই ম্যাচ জিতবে।
মিসবাহ ব্যর্থ অভিযানের বিষয়টি যতই এড়িয়ে যেতে চেয়েছেন, প্রশ্নবাণ তার পিছু ছাড়েনি কিছুতেই। ম্যাচের পর ঘুরেফিরে এল সেই চাপের বিষয়টিই।
“আমি মনে করি, কিছুটা চাপ বলতে পারেন আপনারা। ওই উইকেটগুলো আমাদের হারানো উচিৎ হয়নি।”
AL Amin Jcd liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Bright Mahedi liked this on Facebook.