খালেদা জিয়ার খাবার বন্ধ করে হত্যাচেষ্টায়, বিশ্বের সব মানবাধিকার সংস্থায়চিঠি যাচ্ছে

অবরুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে খাবার বন্ধ করে তাকে হত্যা চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ এনে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এমন অমানবিক কর্মকান্ড রুখে দিতে বিশ্বের সব মানবাধিকার সংস্থার কাছে চিঠি লেখা হচ্ছে।

যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক ব্যারিস্টার তারিক বিন আজিজ ও সদস্য সচিব সলিসিটর বিপ্লব পোদ্দার শনিবার এক বিবৃতিতে বলেন, আধুনিক সভ্য যুগে কোনো সরকারি কর্তৃপক্ষ সাবেক প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক নেতৃত্ব কেনো যে কোনো নাগরিকের খাবার বন্ধ করে দেয়ার ঘটনাই অকল্পনীয়। বাংলাদেশে চলমান বাকশালী ফ্যাসিবাদের বিদায়লগ্নে এমন বর্বর ঘটনা ঘটছে বলে তারা অভিযোগ করেন। এমন অন্ধকার-যুগের কর্মকান্ড রুখে দিতে যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিশ্বের সব গুরুত্বপূর্ণ মানবাধিকার সংস্থার কাছে লিখিত অভিযোগ পাঠাচ্ছে বলে ফোরামের নেতারা বিবৃতিতে জানান।
বিবৃতিতে স্বাক্ষরদানকারী যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্য নেতারা হলেন- ব্যারিস্টার তমিজ উদ্দীন, ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন, সলিসিটর একরামুল হক মজুমদার, ব্যারিস্টার হাফিজুর রহমান, অ্যাডভোকেট আবুল হাসনাত, ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান, ব্যারিস্টার আবু সালেহ মোহাম্মদ সায়েম, ব্যারিস্টার শাহজাহান, ব্যারিস্টার মুজিবুর রহমান, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, ব্যারিস্টার এম আশরাফুল আলম চৌধুরী, ব্যারিস্টার আনোয়ার হোসেন, ব্যারিস্টার একেএম হাসনাত, ব্যারিস্টার আলিমুল হক লিটন, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, ব্যারিস্টার বেলায়েত হোসেন, অ্যাডভোকেট আলী আকবর, ব্যারিস্টার শামসুজ্জোহা, অ্যাডভোকেট গোলাম জাকারিয়া, অ্যাডভোকেট নাসের খান অপু, ব্যারিস্টার আবুল আলা সিদ্দিকী, ব্যারিস্টার ওয়াজেদ মিয়া, ব্যারিস্টার আবু ইলিয়াস, ব্যারিস্টার শহিদুল্লাহ, অ্যাডভোকেট ইসরাত জাহান পল্লবী, অ্যাডভোকেট নাসরিন আখতার, লিগাল অ্যাডভাইজার কুমকুম আকতার, অ্যাডভোকেট জুয়েল রানা, অ্যাডভোকেট তানজির, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম প্রমুখ।
বিবৃতিতে আইনজীবী নেতারা আরো বলেন, ফ্যাসিবাদী বাকশালী আওয়ামী লীগের পতন ঘন্টা বেজে গেছে।

যে কোনো সময় তারা বিদায় নেবে বলেই শেষ কামড় দিচ্ছে। এখন রাজপথে মানুষ হত্যা করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে স্বৈরাচারের দোসরের কাজ করাচ্ছে। তারা সরকারি সব কর্মকর্তা-কর্মচারির উদ্দেশ্যে বলেন, বাকশালী শেখ হাসিনার পতন অত্যন্ত সন্নিকটে। তাই আপনারা তার অবৈধ আদেশ আর মানবেন না। সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার কার্যালয়ের অবরোধ তুলে নিন। বাংলার জনগণের পক্ষে অবস্থান নিন। অচিরেই বাংলার জনগণ মুক্ত হবে বলে আইনজীবী নেতারা আশা প্রকাশ করেন।

আতিক /প্রবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *