দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২

ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগরের কামারখোলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংর্ঘেষ পুলিশ কনস্টেবলসহ দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রাইভেটকার আরোহী পুলিশ কনস্টেবল রাজ্জাক খান (৪২) ও চালক আব্দুল সালাম (৪০)।

নিহত পুলিশ কনস্টেবল রাজ্জাক খান গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার হিরন্ময়কান্দি গ্রামের মৃত আব্দুল মালেক খানের ছেলে।

আহতরা হলেন- কনস্টেবলেন স্ত্রী আমেনা খাতুন, ছেলে রাতুল ও ভাই আসলাম। মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে কনস্টেবল রাজ্জাক খান তার পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।

স্থানীয়রা জানায়, মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগরের কামারখোলা নামক স্থানে সুন্দরবন নামের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ও গোপলগঞ্জগামী একটি প্রাইভেটকারের মধ্যে সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার আরোহী পুলিশ কনস্টেবল রাজ্জাক খান (৪২) ও চালক আব্দুল সালাম (৪০) মারা যায়।

এ সময় প্রাইভেটকারে থাকা কনস্টেবলের স্ত্রী আমেনা খাতুন,ছেলে রাতুল ও ভাই আসলাম গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা-মাওয়া মহাসড়কের হাইয়ে পুলিশ সার্জেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে ঘাতক বাসটিকে আটক করা হয়েছে । নিহতদের ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

১০ thoughts on “দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *