ঢাকা: ভারত-পাকিস্তান ম্যাচের দিনে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ম্যাচ নিয়ে আলোচনা হওয়ার কথা নয়। আইসিসি র্যাংকিংয়ের তলানির দলের সঙ্গে আর কী প্রতিদ্বন্দ্বিতা হতে পারে প্রোটিয়াদের! যারা এমনটা ভাবছেন তাদের জন্য ছোট একটি তথ্য, বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচেই নিউজিল্যান্ড এবং শ্রীলংকার সঙ্গে জিতেছে জিম্বাবুয়ে। এখন কথা হলো প্রস্তুতি তো আর এমন কিছু নয়। হঠাৎ জিম্বাবুয়ে দলের এই পরিবর্তনের নেপথ্যে কিন্তু সাবেক বাংলাদেশ কোচ ডেভ হোয়াটমোর।
এটা ঠিক যে দক্ষিণ যে রকম ফর্মে আছে তাতে উড়ে যাওয়ার কথা প্রতিবেশি জিম্বাবুয়ের। আর যদি বিশ্বকাপে ফের চোকার্স অপবাদ ফিরিয়ে আনে প্রোটিয়ারা তাহলে ভিন্ন কথা। বাংলাদেশ সময় সকাল ৭টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে নিউজিল্যান্ডের হ্যামিল্টনের সেডন পার্কে।
দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এবিডি ভিলিয়ার্সের ব্যাটে যদি ঝড় ওঠে তাহলে জিম্বাবুয়েকে বড় লজ্জাই পেতে হতে পারে। সবচেয়ে বড় কথা প্রোটিয়ারা এবার চোকার্স অপবাদ ঘোচাতে চাইবেন ট্রফি জিতে। আর সেটা করতে তাদের ক্রিকেটাররা তৈরি। একবার চোখ বোলান তাদের ব্যাটিং লাইন-আপের দিকে। টপ অর্ডারে হাশিম আমলা, কুইন্টন ডি ককের সঙ্গে ফ্যাফ ডু প্লেসিস। মিডল অর্ডার আরও বেশি শক্ত। আছেন অধিনায়ক ভিলিয়ার্স, জেপি ডুমিনি এবং ডেভিড মিলার। বোলিংয়ে প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দেয়ার জন্য প্রস্তুত গতিতারকা ডেল স্টেইন, মরনে মরকেল, ভারনন ফিল্যান্ডাররা।
জিম্বাবুয়ের এই দলের সবচেয়ে বড় তারকা হ্যামিল্টন মাসাকাদজা। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও এই প্রথমবার বিশ্বকাপমঞ্চে পা রাখলেন তিনি। সঙ্গে অধিনায়ক এলটন চিগুম্বুরা জিম্বাবুয়ের বড় ভরসার নাম। জ্বলের ওঠার সামর্থ্য আছে ব্রেন্ডন টেলর-শন উইলিয়ামসদেরও।
জিম্বাবুয়ে সর্বমোট চারবার দক্ষিণ আফ্রিকাকে হারাতে পেরেছে। বিশ্বকাপে একবার, ১৯৯৯ সালে। তবে তারা প্রোটিয়াদের প্রথম পরাজয়ের স্বাদ উপহার দিয়েছিল ১৯৯৫ সালে। বাকি দুই বার গত বছরের আগস্টে।
দক্ষিণ আফ্রিকা দল (সম্ভাব্য): হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফ্যাফ ডু প্লেসিস, এবিডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ডেল স্টেইন, মরনে মরকেল, ভারনন ফিল্যান্ডার, ফারহান বিহারদিয়েন/ওয়াইনি পার্নেল, ইমরান তাহির।
জিম্বাবুয়ে দল (সম্ভাব্য): সিকান্দার রাজা, চামু চিবাবা, হ্যামিল্টন মাসাকাদজা, ব্রেন্ডন টেলর, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সলোমন মারে, টি মুপারা/প্রসপার উৎসেয়া, টিনাশে পানিয়াঙ্গারা এবং টেনডাই চাতারা।
Atiq Rahman liked this on Facebook.
Mamun Ahmed liked this on Facebook.
Dolon Shaik Dhakaiya liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.