সীতাকুণ্ডে ৫ শিবিরকর্মী গুলিবিদ্ধ, একজন নিহত

চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের পান্তচিলা এলাকায় টহল পুলিশকে লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করার সময় পুলিশের ছোড়া গুলিতে শিবিরের পাঁচকর্মী গুলিবিদ্ধ হয়। পরে তাদের আটক করা হয়।

শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এসময় তাদের কাছে থেকে ১০টি পেট্রোলবোমা ও দুটি ককটেলসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

গুলিবিদ্ধরা হলো- পারভেজ, সোহেল, রুবেল, নুরুলহুদা ও আরিফ। আশঙ্কাজনক অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে রাত সাড়ে ১১টার দিকে আরিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

৫ thoughts on “সীতাকুণ্ডে ৫ শিবিরকর্মী গুলিবিদ্ধ, একজন নিহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *