ঢাকা: সময় যতই গড়াচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বাড়ছে উত্তেজনা। ভক্ত-সমর্থকদের সঙ্গে শিহরণে ভাসছেন সাবেক ক্রিকেটাররা। নিজ দলের সাফল্য কামনায় ব্যস্ত সবাই। কেউ কেউ পরামর্শও দিচ্ছেন সমান তালে। এর মধ্যে একজন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফানকে নিয়ে সতর্ক করেছেন ধোনিদের।
রাহুল দ্রাবিড়ের চোখে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারত ফেভারিট । কিন্তু পাক ফাস্ট বোলার মোহাম্মদ ইরফান নিয়ে কিছুটা চিন্তিত তিনি। দ্রাবিড় বলেছেন, ‘ পাকিস্তানের প্রধান অস্ত্র মোহাম্মদ ইরফান ৷ সম্প্রতি ওর বোলিং দেখলাম ৷ আমি মনে করি ভারতীয় ব্যাটসম্যানদের ও বেগ দেবে ৷’
একইসঙ্গে তিনি বলেছেন, ‘ পাকিস্তানের বোলিং নিয়ে আগেই কথা বলেছি ৷ ওদের বোলিং বিভাগ খুব শক্তশালী ৷ ইরফানই পাক বোলিং বিভাগকে নেতৃত্ব দেবে ৷ ও যদি শুরুতে উইকেট পেয়ে যায় তাহলে আফ্রিদি পরে বল করতে আসবে ৷ ইরফানের পরেই স্পিনাররা বল করতে আসবে ৷ তাই ভারতীয়দের পাক বোলিং নিয়ে সতর্ক থাকতে হবে ৷’
ক্রিকেট বিশ্বের ইতিহাসে সবচেয়ে লম্বাকৃতির ফাস্ট বোলার মোহাম্মদ ইরফান। পাকিস্তানী এই পেসারের উচ্চতা সাত ফুট এক ইঞ্চি। দীর্ঘদেহী এই বোলার প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ওয়ানডে বিশ্বকাপ, যা নতুন রেকর্ড। উচচতার কারণেই ইরফান বিশ্বকাপে আলোচিত। তাই বলে বোলিংয়ে ধার নেই, এমনটি বলাও বোকামি। পাকিস্তানের হয়ে ৩৯ ওয়ানডেতে উইকেট নিয়েছেন ৫৫টি। সেরা বোলিং ফিগার ৩৩ রানে চার উইকেট। বলের গতিতো বটেই, ইরফানের দীর্ঘদেহও ব্যাটসম্যানদের বুকে কাঁপন সৃষ্টি করে।
Mamun Ahmed liked this on Facebook.
Kowsar Sepon liked this on Facebook.