সফটওয়্যার বাগ বা ত্রুটি ঠিক করতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যাপল ও মাইক্রোসফটকে হুঁশিয়ার করে দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল। তিন মাসের মধ্যে প্যাচ (ত্রুটির সমাধান) এনে প্রতিষ্ঠানগুলো সফটওয়্যারের বাগ ঠিক না করলে তা জনসম্মুখে প্রকাশ করে দেয়া হবে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। খবর ব্লুমবার্গ।
গুগলের বিশেষজ্ঞ প্রোগ্রামাররা গুগলেরই প্রোগ্রামিং ত্রুটি সমাধান করেন। তারা গুগলের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সফটওয়্যার ত্রুটি শনাক্ত করতেও কাজ করে থাকেন। মূলত ক্রমবর্ধমান সাইবার হামলা ঠেকাতে প্রতিষ্ঠানটির এ উদ্যোগ। ত্রুটি বের করার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তা দূর করার জন্য ৯০ দিনের সময় বেঁধে দেন তারা। প্রতিষ্ঠানটির দাবি, তারা চান সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলো দ্রুত সফটওয়্যারের দুর্বলতা ঠিক করে ফেলুক। কারণ সাইবার দুর্বৃত্তরা সফটওয়্যারের সূক্ষ্ম ত্রুটির সুযোগ কাজে লাগিয়ে সর্বনাশ ঘটিয়ে ফেলতে পারে।
গুগলের এ স্পর্শকাতর উদ্যোগের বিষয়ে অ্যাপল ও মাইক্রোসফট সরাসরি কোনো মন্তব্য করেনি। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, প্রতিষ্ঠানটির এ অযাচিত হস্তক্ষেপকে মোটেও ভালোভাবে দেখছেন না অ্যাপল ও মাইক্রোসফট সংশ্লিষ্টরা।
এ বিষয়ে সফটওয়্যার নিরাপত্তা প্রতিষ্ঠান ডেনিম গ্রুপের কর্মকর্তা জন ডিকসন বলেন, ‘আমি নিশ্চিত নই বর্তমান মার্কেটপ্লেসে সফটওয়্যার ত্রুটি বের করার এ খেলায় গুগলকে রেফারি বানাল কে?’ তিনি আরো বলেন, সফটওয়্যারের ত্রুটি ঠিক করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চাপ দেয়া অবশ্যই একটি ভালো উদ্যোগ। কিন্তু এ সতর্কতা শুধু বড় দুই প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের জন্য কেন?
গুগল গত বছরের জুলাইয়ে ‘প্রজেক্ট জিরো’ নামে এ বিশেষ প্রকল্প হাতে নেয়। প্রতিষ্ঠানটির দাবি, তারা সবাইকে সাহায্য করতে এ পদক্ষেপ নিয়েছে। এখানে তাদের নিজস্ব পণ্যের নিরাপত্তার বিষয়ও জড়িত। অবশ্য এ প্রকল্পের বিষয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মতামত, এ তো সরকারি সংস্থার কাজ! তাদের জন্যই উপযুক্ত। কিন্তু গুগল এ বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করছে কেন?
এর আগেও সফটওয়্যারের ত্রুটি জনসম্মুখে এনে মাইক্রোসফটকে বিব্রতকর অবস্থায় ফেলেছিল গুগল। ‘প্রজেক্ট জিরো’ প্রকল্পের মাধ্যমে উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমের একটি বড় ধরনের নিরাপত্তা ত্রুটির বিষয় প্রকাশ করে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের বক্তব্য, গুগল যা করছে, তা ঠিক নয়। এ ধরনের নিরাপত্তা ত্রুটির বিষয় প্রকাশ হলে গ্রাহকের নিরাপত্তা আরো বেশি বিঘ্নিত হতে পারে।
প্রজেক্ট জিরো প্রকল্পের সংশ্লিষ্টরা গত বছরের ১৭ অক্টোবর মাইক্রোসফটকে প্রথম বাগের কথা জানায় এবং তিন মাসের মধ্যে তা ঠিক করার জন্য সময়সীমা নির্ধারণ করে দেয়। সে সময় মাইক্রোসফট জানায়, জানুয়ারির মধ্যে ওই বাগ ঠিক করে ফেলা সম্ভব। কিন্তু অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে এ প্যাচ আসতে ফেব্রুয়ারি পর্যন্ত সময় লেগে যাবে। কিন্তু গুগল তাদের নিয়ম থেকে সরে না এসে জনসম্মুখে প্রকাশ করে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমের ত্রুটি।
এছাড়া গত মাসেও উইন্ডোজ অপারেটিং সিস্টেমে দুটি বাগের অস্তিত্বের খবর প্রকাশ করে গুগল; যা কাজে লাগিয়ে সাইবার দুর্বৃত্তরা কম্পিউটার থেকে সহজেই তথ্য চুরি করে নিতে সক্ষম। প্রতিষ্ঠানটির অযাচিত হস্তক্ষেপের বিষয়ে মাইক্রোসফট ও অ্যাপল কর্মকর্তারা মুখ খোলেনি ঠিকই, কিন্তু প্রজেক্ট জিরো নিয়ে এ দুই প্রতিষ্ঠান যে খুশি নয়, তা অনেকটাই পরিষ্কার।