ইরাকের আল-বাগদাদি শহর আইএস এর দখলে

কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-বাগদাদি শহরতলিতে দখল প্রতিষ্ঠা করেছে। মার্কিন প্রতিরক্ষা সদর-দপ্তর পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কিরবি এক সংবাদ-সম্মেলনে আল-আনবার প্রদেশের শহরতলি আল-বাগদাদিতে আইএসের দখল প্রতিষ্ঠার বিষয়টি নিশ্চিত করেছেন। গত কয়েক দিনে তারা এ শহরতলিটি তাদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানান তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এদিকে গতকাল আল-বাগদাদির ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আল-আসাদ বিমান ঘাঁটিতে আইএস জঙ্গিরা হামলা চালালেও, ইরাকি সেনারা পাল্টা-হামলা চালিয়ে জঙ্গিদের পিছু হটতে বাধ্য করে। ইরাকি ও মার্কিন কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন। ওই বিমান ঘাঁটিতে ইরাকি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছেন মার্কিন নৌবাহিনীর ৩০০ সদস্য। ইরাকি সেনাদের পোশাকে আইএসের ২০ থেকে ২৫ জনের একটি দল ওই বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল। তারা নিজেদের গায়ে বাঁধা কয়েকটি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটালে, সব জঙ্গি নিহত হয়।

আতিক/প্রবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *