আহা ভ্যালেন্টেইন! চকলেট কিনলে কনডম ফ্রি

ঢাকা: মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়ায় বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে চকলেটের সঙ্গে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রি কনডম ফ্রি দেয়া হচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে। এ খবরে ক্ষেপেছেন সেখানকার মোল্লারা। তারা কনডম বিক্রির বিরুদ্ধে ফতোয়া দেয়ারও হুমকি দিয়েছেন।

গালফ নিউজ জানায়, ১৪ ফেব্রুয়ারি ভালোবাস দিবসের আগে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দেশটির চতুর দোকানিরা ব্যবসার নতুন কৌশল অবলম্বন করেন। সম্প্রতি সেখানকার বিভিন্ন দোকানে চকলেট বারের সঙ্গে কনডম ফ্রি দেয়া হচ্ছিল। স্থানীয় পত্র-পত্রিকা এবং ফেসবুকে এসব চকলেট বারের ছবি প্রকাশিত হওয়ার পর বিক্ষুব্ধ হয়ে ওঠেন আলেম সমাজ।

ইন্দোনেশিয়ায় ওলেমা পরিষদ এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া তারা কনডম বিক্রির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছেন। ওলেমা পরিষদের চেয়ারম্যান মারুফ আমিন সংবাদ সংস্থা এপিকে বলেছেন,‘কনডম বিক্রি দেশে পতিতাবৃত্তি এবং বিবাহ পূর্ব সম্পর্ককে উৎসাহ যোগাচ্ছে। এজন্য আমরা দীর্ঘদিন ধরে এগুলোর বিক্রি বন্ধ করার চেষ্টা চালিয়ে আসছি।’

তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ‘পত্রিকায় প্রকাশিত খবর সত্যি হলে আমরা দেশে অবাধে কনডম বিক্রির বিরুদ্ধে ফতোয়া দেব।’

সম্প্রতি স্থানীয় পত্রিকায় প্রকাশিত রিপোর্টে বলা হয়, জাভা দ্বীপের মালাং অঞ্চলের দোকানগুলোতে কনডেম সমেত চকলেট বিক্রি করা হচ্ছে। এ রিপোর্ট প্রকাশিত হওয়ার পর ইতিমধ্যে বিভিন্ন শহরে কনডম বিরোধী অভিযান চালিয়েছে ইন্দোনেশিয়া সরকার।

এর আগে শনিবার ভ্যালেন্টাইনস ডে উদযাপনের বিরুদ্ধেও হঁশিয়ারি উচ্চারণ করেছিল সেখানকার আলেমরা। তাদের যুক্তি হল, পশ্চিমা এ সংস্কৃতি সমাজে যৌনতা এবং মাদক দ্রব্যের ব্যবহারকে উৎসাহ যোগায়।

৪ thoughts on “আহা ভ্যালেন্টেইন! চকলেট কিনলে কনডম ফ্রি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *