ব্যক্তিগত মেসেজিং অ্যাপের তকমা হারাতে চলেছে হোয়াটসঅ্যাপ। প্রিয়জনকে বা বন্ধুকে করা গোপন মেসেজ বা বার্তাটি এবার আর গোপন থাকবে না।
কলকাতার একটি অনলাইন দৈনিকের খবরে বলা হয়েছে, আপনি কী মেসেজ কাকে, কখন পাঠিয়েছেন সেই খবর এবার জেনে নিতে পারে অন্য কেউ। আর এর জন্য কোনো হ্যাকিংয়ের দরকার পড়বে না, নতুন একটি অ্যাপ হোয়াটসঅ্যাপের গোপন তথ্য ফাঁস করবে।
ডাচ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের তৈরি নতুন এই অ্যাপটি নাম whatsspy। এই অ্যাপটির সাহায্যেই অন্যের হোয়াটসঅ্যাপের মেসেজকে খুব সহজেই দেখে নেয়া যাবে। এমনকি কারো হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেটিংয়ে ‘নো বডি’ করা থাকলেও কাজ করবে নতুন অ্যাপটি। এই অ্যাপটি ঘুম কেড়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের। এখন দেখার whatsspy-কে কীভাবে মোকাবেলা করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।