রবিবারের এসএসসি ও সমমানের পরীক্ষা হবে শুক্রবার

হরতালের কারণে আগামীকাল রোববারের এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) যেসব বিষয়ের পরীক্ষা নির্ধারিত ছিল, সেগুলো হবে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শনিবার বিকালে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
শিক্ষামন্ত্রী বলেন, ভয়ভীতির মধ্যে পরীক্ষা নেওয়া সমীচীন মনে করছি না। পরীক্ষার চেয়ে শিক্ষার্থীদের জীবনই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই পরীক্ষা পিছিয়ে দেয়া হল।
উল্লেখ্য, রোববার এসএসসিতে গণিত (আবশ্যিক), দাখিলে ইংরেজি প্রথম পত্র (শুধু অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য), এসএসসি ভোকেশনালে রসায়ন বিজ্ঞান-২ (১৯২৬) (সৃজনশীল), রসায়ন বিজ্ঞান-২ (৮১২৬) (সৃজনশীল/সাধারণ) এবং ভোকেশনাল দাখিলে রসায়ন বিজ্ঞান-২ (১৭২৬) (সৃজনশীল) ও রসায়ন বিজ্ঞান-২ (৮৫২৬) (সৃজনশীল) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।

আতিক/প্রবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *