প্রথম ম্যাচের ভেন্যু ক্যানবেরায় পৌঁছেছে বাংলাদেশ দল

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ শেষ প্রস্তুতি ম্যাচ খেলেছে সিডনিতে। বৃহস্পতিবার আইরিশদের কাছে হারার পর আবার মেলবোর্নে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অধিনায়ক মাশরাফি মুর্তজা। আজ শুরু হচ্ছে বিশ্বকাপের মূলপর্ব। বাংলাদেশ অবশ্য প্রথম ম্যাচে মাঠে নামবে ১৮ ফেব্রুয়ারি। আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের ভেন্যু ক্যানবেরায় কাল পৌঁছেছে দল।

সিডনি থেকে বাসে ক্যানবেরায় যায় বাংলাদেশ দল। ব্রিসবেনের ট্রেনিং ক্যাম্প শেষে সিডনিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা। তবে মূলপর্বের লড়াই শুরু ক্যানবেরা থেকেই। দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৫-০-তে সিরিজ জেতার রেকর্ড নিয়ে বিশ্বকাপে গেছে বাংলাদেশ। সেখানে এখন পর্যন্ত চার ম্যাচেই হার। মাশরাফির কথায়, ফল ধরলে আমরা জিরো। শুক্রবার ক্যানবেরায় পৌঁছানোর পর অনুশীলন করেনি টাইগাররা। আজও বাংলাদেশের আনুষ্ঠানিক অনুশীলন নেই। সংবাদমাধ্যমের সঙ্গেও আজ দলের কেউ কথা বলবে না। আগামীকাল থেকে ক্যানবেরায় আবার নিজেদের ঝালিয়ে নেয়ার লড়াইয়ে নামবেন সাকিবরা।

অস্ট্রেলিয়া সফরে শুরু থেকে চারটি প্রস্তুতি ম্যাচে একইসঙ্গে সবাই কেউ জ্বলে উঠতে পারেনি। প্রত্যেক ম্যাচে দুএকজন করে কিছু রান পেলেও তাতে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেনি। ব্রিসবেনে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৫ ও ৮ ফেব্র“য়ারি দুটি প্রস্তুতি ম্যাচে হারে বাংলাদেশ। ৯ ফেব্র“য়ারি পাকিস্তানের বিপক্ষে তিন উইকেটে হারের পর আয়ারল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার চার উইকেটে হেরেছে টাইগাররা। তবে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম আগের দিন ফেসবুকে জানিয়েছেন, প্রস্তুতি ম্যাচের ফল দেখে যেন সমর্থকরা হতাশ না হয়। অধিনায়ক মাশরাফি ও কোচ চন্ডিকা হাথুরুসিংহেও জানিয়েছেন, নতুনদের যাচাই করার জন্য বিভিন্নভাবে প্রস্তুতি ম্যাচগুলো খেলা হয়েছে। মূলপর্বের লড়াই হবে ভিন্নভাবে।

আতিক/ প্রবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *