অসহযোগের হুমকি বিএনপির

টানা প্রায় পাঁচ সপ্তাহ অবরোধ ও হরতালের পর ‘অচিরেই আইন অমান্য ও অসহযোগ আন্দোলন’ শুরু করার হুমকি দিয়েছে বিএনপি। আজ শুক্রবার বিএনপির এক বিবৃতিতে এ কথা বলা হয়।

দলটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘অবৈধ, অনির্বাচিত, দখলবাজ আওয়ামী সরকার রাষ্ট্রশক্তির চূড়ান্ত অপব্যবহারের মাধ্যমে বাংলাদেশ নামের এই জনপদকে অবরুদ্ধ করে রেখেছে। অবৈধ সরকারের এহেন শ্বেতসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদমুখর জনগণ অচিরেই আইন অমান্য ও অসহযোগ আন্দোলন শুরু করতে বাধ্য হবে।’

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘ইদানীং আওয়ামী নেতা-মন্ত্রীরা জনসমাবেশে আন্দোলনকারীদের এনকাউন্টার এবং ক্রসফায়ারে হত্যা করার প্রকাশ্য ঘোষণা দিয়ে যাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর বড় কর্তারাও প্রকাশ্যে সভা-সমিতি করে ক্রসফায়ারে হত্যার কৃতিত্ব দাবি করে বেড়াচ্ছেন। এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের প্রকাশ্য দাম্ভিক ঘোষণা আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের আওতায় আনা হবে।’

সালাহ উদ্দিন আহমেদ বিবৃতিতে গাজীপুরের সিটি মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আবদুল মান্নান, ‘ক্রসফায়ারে’ নিহত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনির বাবা-মা-অন্তঃসত্ত্বা স্ত্রী ও শাশুড়ি এবং ছাত্রদল নেত্রী নিশিতাকে গ্রেপ্তারের কথা উল্লেখ করে আটক সকল বিএনপি নেতা-কর্মীর মুক্তি দাবি করেন।

১১ thoughts on “অসহযোগের হুমকি বিএনপির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *