ঢাকা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ঢাকায় আসছেন ভারতের নতুন পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয় শঙ্কর।
শুক্রবার নয়া দিল্লিতে পররাষ্ট্র সচিবের এ সফরের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী মোদী।
এসময় তিনি বলেন, সার্ক দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক আরো জোরদার করতে শিগগিরই আমরা নতুন পররাষ্ট্র সচিবকে সফরে পাঠাচ্ছি।
পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম সফর হবে। গত মাসের শেষদিকে সুজাতা সিংকে বরখাস্ত করে মোদী সরকার। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের সময় বির্তকিত ভূমিকাসহ বিভিন্ন অভিযোগের কারণে তাকে বরখাস্ত করা হয়।
তার স্থলে পররাষ্ট্র সচিবের দায়িত্ব গ্রহণ করেন সুব্রামানিয়াম জয়শঙ্কর।
সুব্রামানিয়ামের ঢাকা সফর বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোদী টেলিফোনে কথা বলেছেন বলে জানা গেছে। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে টুইটারে বার্তা লেখেন নরেন্দ্র মোদী। ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দল অংশগ্রহণ করায় এসময় অভিনন্দনও জানান তিনি।
অপরদিকে ঢাকার বর্তমান ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরনকে সরিয়ে নতুন হাইকমিশনার দিচ্ছে ভারত। শীঘ্রই নতুন হাইকমিশনার দায়িত্ব নিয়ে ঢাকায় আসছেন বলে জানা গেছে।
ভারতের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে সুব্রামানিয়াম দায়িত্ব নেওয়ার পরেই সরানো হচ্ছে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের ভারতীয় রাষ্ট্রদূতকে। এ তালিকায় প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাষ্ট্রদূত।
চলতি বছরে মার্চেই মেয়াদ শেষ হচ্ছে বাংলাদেশস্থ ভারতীয় রাষ্ট্রদূত পঙ্কজ সরনের। তার আগেই বাংলাদেশে নতুন হাইকমিশনার নিয়োগ দিচ্ছে ভারত বলে সূত্র জানায়।
Imtiaz Dibos liked this on Facebook.
Abdul Kuddus Mizi liked this on Facebook.
Anamul Haque Feni liked this on Facebook.