শুভ জন্মদিন শেখ জাহিদুজ্জামান

বিএসবি ফাউন্ডেশন পরিচালিত ক্যামব্রিয়ান শিশু-কিশোর ম্যাগাজিন “স্বপ্নঘুড়ি” এর নির্বাহী সম্পাদক শেখ জাহিদুজ্জামান এর আজ ২১তম জন্মদিন। ১৯৯৪ সালের আজকের এই দিনে পৃথিবীতে আগমন ঘটে বর্তমান সময়ের সবচেয়ে কম-বয়সী নির্বাহী সম্পাদক শেখ জাহিদুজ্জামান এর।
শেখ জাহিদুজ্জামান ১৯৯৪ সালের ১৩ ফেব্রুয়ারি যশোর জেলার কেশবপুর থানার সন্ন্যাসগাছা গ্রামের সম্ভ্রান্ত এক মুসলীম পরিবারে জন্মগ্রহন করেন। পিতা মো. আব্দুল হালিম শেখ, মাতা মোছা.জিসমা বেগম। দুই ভাই-বোনের মধ্যে জাহিদ বড়। খুলনার দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও পরবর্তীতে রাজধানীর ক্যামব্রিয়ান কলেজে বিনা বেতনে লেখাপড়ার সুযোগ পান এবং ভালো ফলাফল নিয়ে এইচএসসি উর্ত্তীর্ণ হন। বর্তমানে শেখ জাহিদুজ্জামান স্টামফোর্ড ইউনিভার্সিটিতে সাংবাদিকতার উপর পড়ালেখা করছেন।
শেখ জাহিদুজ্জামান ছোট বেলা হতেই কবিতা লিখতেন এবং এই কবিতা লিখে তিনি ক্যামব্রিয়ান হতে স্বর্ণপদক ও বিনা বেতনে অধ্যায়নের সুযোগ পান। কিন্তু কিভাবে মিডিয়াতে আগমন তাঁর। এতপেশা থাকতে কেনো তিনি সংবাদকর্মীর পেশাটাকে বেঁছে নিলেন। তিনি প্রথমত যশোরের নামকরা দৈনিক পত্রিকা দৈনিক পূবাঞ্চলে নিয়মিত কবিতা লিখতেন। পরবর্তীতে ঢাকায় আগমন করলেন এবং দৈনিক কালের কণ্ঠ পত্রিকার শিক্ষা পাতায় আবারো লেখালেখি শুরু করলেন।
পরবর্তীতে ২০১১ সালে অনলাইন নিউজপোর্টাল টাইমস ওয়ার্ল্ড২৪ এর স্টাফ রিপোর্টার হিসেবে যোগদান করলেন। সেই থেকেই তিনি সংবাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেলেন।তিনি কাজ করেছেন বিডিনিউজডেস্ক এর স্টাফ রিপোর্টার, র‌্যাপিডপিআরনিউজ এর সাব-এডিটর, আমাদের সময় ডটকমের এর স্টাফ রিপোর্টার, আইএনবি নিউজ এর স্টাফ রিপোর্টার, দৈনিক অন্যদিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার, ঢাকাটাইমসটোয়েন্টিফোর এর স্টাফ রিপোর্টার, সময়সংবাদবিডির স্পেশাল রিপোর্টার এবং সর্বশেষ তিনি ক্যামব্রিয়ান শিশু-কিশোর ম্যাগাজিন “স্বপ্নঘুড়ি” এর নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। প্রায় ৪ বছর সংবাদের সঙ্গে যুক্ত থাকা সবচেয়ে কম বয়সী এই নির্বাহী সম্পাদক বলেন জীবনের বাকি সময়টুকু তিনি এভাবেই যুক্ত থাকতে চান।
সাদামাটা এই সংবাদকর্মীর মায়ের হাতের যে কোনো খাবার তাঁর প্রিয়। ভ্রমণ করতে ও দেশীয় খাবার খেতে সব-সময় তিনি পছন্দ করেন। আর অবসর সময়টা কাটান গল্পের বই বা গান শুনে।

One thought on “শুভ জন্মদিন শেখ জাহিদুজ্জামান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *