ঢাকা: বিশ্বকাপের ইতিহাসে যতবার পাকিস্তানের মুখোমুখি হয়েছে ততবারই ভারত জিতেছে ৷ এবারের বিশ্বকাপেও ভারত ফেবারিট ৷ এবারও পাক দলকে ধোনিরা হারিয়ে দেবে বলে মনে করছেন সুনীল গাভাষ্কার।
ভারতীয় লিটল মাস্টার বলেছেন, ‘এবারের ভারত-পাকিস্তান ম্যাচে ভারত ফেবারিট ৷ অস্ট্রেলিয়ায় দু’মাস ধরে থেকে ওখানের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে ভারতীয় দল ৷ ধোনিরা পাকিস্তানের থেকে এগিয়ে রয়েছে ৷ তাই এবারও পাকিস্তানকে হারিয়ে দেবে ধোনিরা।’