বইমেলায় ককটেল বিস্ফোরণ

ঢাকা: বাংলা একাডেমি প্রাঙ্গণের লিটল ম্যাগ চত্বরের পশ্চিম পাশে একতলা একটি ভবনের ছাদের ওপর একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। কে বা কারা বাইরে থেকে ককটেলটি ছুড়ে মারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার রাত ৮টা ৫ মিনিটের দিকে ককটেলটি বিস্ফোরিত হয়। এতে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

তবে এ বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন করে শাহবাগ থানার এসআই মাহফুজ জানান, ছাদে গিয়ে ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি।

ককটেলটি বিস্ফোরিত হওয়ার ৭ মিনিট পরেই সোহরাওয়ার্দী উদ্যানে আরো দুটি ককটেল বিস্ফোরিত হয়।

গত ৫ জানুয়ারি অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অবরোধের এই ডাক আসার পর থেকেই সারা দেশে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়াচ্ছে দুর্বৃত্তরা। গতকালও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন একজন রিকশাচালক।

৬ thoughts on “বইমেলায় ককটেল বিস্ফোরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *