দুর্বৃত্তদের পেট্রোলবোমা হামলায় রাজশাহীর সারদা টেলিফোন এক্সচেঞ্জের যন্ত্রপাতি পুড়ে গেছে। এতে রাজশাহী ক্যাডেট কলেজ, সারদা পুলিশ একাডেমীসহ দেড়শতাধিক টেলিফোন সংযোগ অচল হয়ে যায়।পেট্রোলবোমায় পুড়ল সারদা টেলিফোন এক্সচেঞ্জ
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
সারদা টেলিফোন এক্সচেঞ্জের উপপ্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, ভোরে টেলিফোন এক্সচেঞ্জে দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে টেলিফোন এক্সচেঞ্জের প্রধান বিতরণ কেন্দ্রে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা এসে আগুন নেভায়।
তিনি আরো জানান, আগুনে মূল্যবান যন্ত্রপাতি পুড়ে গেছে। এতে করে রাজশাহী ক্যাডেট কলেজ, সারদা পুলিশ একাডেমীসহ দেড়শতাধিক টেলিফোন সংযোগ অচল হয়ে যায়।
এ ঘটনার সকালে রাজশাহী বিভাগীয় প্রকৌশলী আবদুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সংযোগ চালুর নির্দেশ দেন।
রাজশাহীর চারঘাট থানার ওসি খন্দকার গোলাম মর্ত্তুজা জানান, শুক্রবার দুপুরে সারদা টেলিফোন এক্সচেঞ্জের উপপ্রকৌশলী আশরাফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
তিনি আরো জানান, ভোররাতে ঘটনা ঘটলেও তারা দুপুরে পুলিশকে জানিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন ৫ জানুয়ারি রাজধানীতে সমাবেশ করতে না পেরে সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর দফায় দফায় হরতালও ডাকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। হরতাল-অবরোধে গত রোববার রাত পর্যন্ত সারাদেশে সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ৬৯ জন, এদের মধ্যে পেট্রোলবোমা-ককটেল হামলায় দগ্ধ হয়ে মারা গেছেন অন্তত ৫২।
Rashed Jamal liked this on Facebook.
Sarowar Islam liked this on Facebook.
Kowsar Sepon liked this on Facebook.
Ali Imran Shamim liked this on Facebook.