সুন্দরী না হওয়ায় সৌদি আরবের এক সংবাদ উপস্থাপককে বরখাস্ত করেছে স্থানীয় এক টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ। এ ঘটনায় ওই চ্যানেলের বিরুদ্ধে বৈষম্য এবং চুক্তি ভঙ্গের মামলা ঠুকে দিয়েছেন ওই উপস্থাপক। বুধবার স্থানীয় দৈনিক ‘মক্কা’ পত্রিকা জানিয়েছে, রিয়াদভিত্তিক এক আরব স্যাটেলাইট চ্যানেলে খবর পাঠিকা হিসেবে নিয়োগ পেয়েছিলেন ওই নারী।
এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রেও সই করেছিলেন তিনি। কিন্তু প্রথম দিন কাজে গেলে সেখানকার এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, তাকে খবর পড়তে দেয়া হবে না। তিনি বলেন, টিভিতে চেহারা দেখানোর মত পর্যাপ্ত শারীরিক সৌন্দর্য নেই তার । তিনি এ নিয়ে তাকে যাতা বলে গালিগালাজ করেন বলেও অভিযোগ রয়েছে।
পরে ওই কর্মকর্তা তাকে খবর পড়ার বদলে ব্যক্তিগত সহকারী কিংবা নিউজ টিমের সহকারী হিসেবে কাজ করার প্রস্তাব দেন। কিন্তু তার ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন উপস্থাপক। তখন তাকে বরখাস্ত করা হয়। এ নিয়ে স্থানীয় আদালতে মামলা করেছেন বঞ্চিতা নারী। মামলাটি রিয়াদের এক আদালতে বিচারাধীন রয়েছে।
Amir Khan Amir liked this on Facebook.
Papon Prova liked this on Facebook.
Shahin Chowdury liked this on Facebook.
Ali Akbor Rajon liked this on Facebook.
Anwar Bhuiyan liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Rashed Jamal liked this on Facebook.
MD Bulbulahmad Babu Noakhali liked this on Facebook.