বিশ্বকাপ ক্রিকেটের আসল শুরু হতে বাকি আরও একদিন। তবে তার আগেই আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো উদ্বোধনী অনুষ্ঠান। সহআয়োজক নিউজিল্যান্ডের ঐতিহাসিক শহর ক্রাইস্টচার্চে রাতের আকাশ আলোকিত করে নানা আনুষ্ঠানিকতায় সম্পন্ন হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। নর্থ হ্যাগলি পার্কে প্রায় ১০ হাজার দর্শকের উপস্থিতিতে ক্রিকেট বিশ্বকাপ ২০১৫’র পর্দা উন্মোচন করা হয়।
১৯৯২ সালের পর প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চলে ফের অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। স্থানীয় সময় রাত আটটায় শুরু হয়ে এ অুনষ্ঠান চলে প্রায় ২ ঘন্টা। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অতীত ও বর্তমান সব তারকা ছাড়াও তাদের রাগবি দলের অধিনায়ক রিচি ম্যকক’ এবং নিউজিল্যান্ডের সঙ্গীত তারকারা উপস্থিত ছিলেন। অংশ নেয় প্রায় ১০০০ কলা-কুশলী। এরপর রাত কাঁপিয়ে আতশ বাজি চলে।
আতিক/প্রবাস