ভৈরব বাসে আগুন, আটক ২

ভৈরবে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে স্থানীয় লোকজন।

বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের ভৈরবের স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- কুলিয়ার চর উপজেলার ছয়সূতী ইউনিয়নের সজল মিয়া (২৫) এবং একই উপজেলার মাধবদীর মনির মিয়া (২২)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ভৈরবের স্টেডিয়ামে এলাকায় নেত্রকোণা থেকে একটি যাত্রীবাহী বাস ভৈরবের পীরের মাজারে আসে। পরে বাসটি ভৈরবের স্টেডিয়াম এলাকায় যাত্রীবিহীন অবস্থায় দাঁড়ানো ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয় লোকজন দুইজনকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার এ ঘটনা নিশ্চিত করে জানান, আটককৃতরা কোন দলের তা এখনো জানা যায়নি।

৪ thoughts on “ভৈরব বাসে আগুন, আটক ২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *