ভৈরবে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে স্থানীয় লোকজন।
বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের ভৈরবের স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- কুলিয়ার চর উপজেলার ছয়সূতী ইউনিয়নের সজল মিয়া (২৫) এবং একই উপজেলার মাধবদীর মনির মিয়া (২২)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ভৈরবের স্টেডিয়ামে এলাকায় নেত্রকোণা থেকে একটি যাত্রীবাহী বাস ভৈরবের পীরের মাজারে আসে। পরে বাসটি ভৈরবের স্টেডিয়াম এলাকায় যাত্রীবিহীন অবস্থায় দাঁড়ানো ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয় লোকজন দুইজনকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার এ ঘটনা নিশ্চিত করে জানান, আটককৃতরা কোন দলের তা এখনো জানা যায়নি।
Md Azizul liked this on Facebook.
Atikur Rahman liked this on Facebook.
Rashed Jamal liked this on Facebook.
Masud Amanath liked this on Facebook.