সিডনির ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক ওভালে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৮৯ রানেই গুটিয়ে যায় মাশরাফি বাহিনী। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আইরিশরা। সর্বোচ্চ ৬৩ রান করেন আয়ারল্যান্ডের বালবিরনি। এদিকে টাইগারদের দেয়া ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই পল স্টার্লিংয়ের উইকেট হারায় আইরিশরা।
সাকিবের বলে আল-আমিন হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশরা। পোর্টারফিল্ডও ফিরে যান আলআমিনের বলে। নাসির হোসেনের বলে এনামুলের হাতে ধরা পড়েন ওব্রায়েন। উইলসনকে সরাসরি বোল্ড করেন স্পিনার তাইজুল। এরপর হাল ধরেন বালবিরনি। তিনি দলকে জয়ের বন্দরে পৌঁছে মাঠ ছাড়েন। এর আগে বাংলাদেশের শুরুটা মোটেও ভাল হয়নি।
প্রথম ১০ ওভারে তামিম ইকবাল ও মুমিনুল হকের উইকেট দুটি হারিয়ে ৩০ রান সংগ্রহ করে তারা। দুই বাঁহাতি ব্যাটসম্যান তামিম ৪ ও মুমিনুল ৮ রান করেন। এনামুল হককে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন চার নম্বরে ব্যাট করতে নামা সৌম্য সরকার। উইকেটে থিতু হয়ে এনামুলের (২৫) বিদায়ে ভাঙে তাদের ৫৮ রানের তৃতীয় উইকেট জুটি। এরপর সাকিব আল হাসানের (৮) দ্রুত বিদায় এবং সৌম্য সরকারের (৪৫) রান আউটে চাপে পড়ে বাংলাদেশ। মুশফিকুর রহিম (২৬) ও সাব্বির রহমানের (২০) জুটি লড়াই করার মতো পুঁজি গড়ার স্বপ্ন দেখাচ্ছিল। উইকেটে থিতু হয়ে বিদায় নেন এই দুই ব্যাটসম্যানই।
প্রথম প্রস্তুতি ম্যাচে না খেলা নাসির হোসেন এবার সুযোগ কাজে লাগাতে পারেননি। মাত্র ৬ রান করে বিদায় নেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান। ১৫৮ রানে প্রথম সাত ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে দুইশ’ রানের কাছাকাছি নিয়ে যান মাশরাফি বিন মুর্তজা। দশম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ২২ রান করেন বাংলাদেশের অধিনায়ক।
আতিক/প্রবাস