বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে সন্ধ্যার পর গুলশান কার্যালয়ে যান ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে নিহত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনির পরিবারের সদস্যরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জনির অন্তসত্তা স্ত্রী মনিরা পারভীন মনিষা, বাবা এয়াকুব আলী, মা মরিয়ম বেগম নিলু, বোন ফাতেমাতুজ্জোহোরা ও শাশুড়ি সুমী হক গুলশান কার্যালয়ের সামনে যান। কিন্তু এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করেও কার্যালয়ের ভেতরে যেতে পুলিশের অনুমতি পাননি তারা। এ সময় জনির সাতমাসের অন্তস্বত্ত্বা স্ত্রী অনুনয়-বিনয় করে পুলিশের কাছে কার্যালয়ের ভেতরে যাবার অনুমতি চান।
তিনি বলেন, মা (খালেদা জিয়া) আমাকে ডেকেছেন। আমি তার সঙ্গে দেখা করে চলে যাব। আমরা কোন রাজনৈতিক কারণে বা কথা বলতে আসিনি। কিছুদিন পর আমার সন্তান হবে আমি দোয়া নিতে এসেছি। এ সময় পুলিশ তাদের ফিরে যেতে বললে জনির বাবা এয়াকুব আলী বলেন, দেখা না করে আমরা যাব না। তখন নিহত জনির পুরো পরিবারকে একটি সিএনজি অটোরিক্সায় তুলে সেটিকে কর্ডন করে গুলশান থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় তাদের সঙ্গে যাওয়া ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সেলিনা জাহান নিশিতাকেও আটক করেছে পুলিশ।
আতিক/ প্রবাস