বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা দিকে ঢাবির রোকেয়া হলের প্রধান ফটকের সামনে পরপর দুইটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে রিকশা চালক সাফি আলম গুরুতর আহত হন। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।
আহত মোহাম্মদ সাফি আলম রাজধানীর কামরাঙ্গীরচরের হাজী আলীর গ্যারেজে বসবাস করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মোঃ শহিদুল আলম liked this on Facebook.