বিএনপি-জামায়াতের জঙ্গি হামলায় উন্নয়ন বাধাগ্রস্ত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামায়াত জঙ্গি হামলা চালিয়ে উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার কাছে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনের কোনো মূল্য নেই। আর তাই বিএনপি জামায়াত দেশে জঙ্গি হামলা চালাচ্ছে।
বৃহস্পতিবার সকালে গাজীপুরের সফিপুরে আনসার একাডেমিতে আনসার ও গ্রাম  প্রতিরক্ষা বাহিনীর ৩৫তম জাতীয় সমাবেশে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি, দ্রব্যমূল্য কমে গেছে, মূল্যস্ফীতি ৬ ভাগে নামিয়ে এনেছি, এভাবে যখন আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তখন বিনা কারণে বিএনপি-জামায়াত জোট হরতাল অবরোধের নামে মানুষ হত্যা করা, মানুষের জান মালের ক্ষতি করা শুরু করেছে। হজ্বের পর ইজতেমা হলো বড় ধর্মীয় সমাবেশ। কিন্তু তারা এই ইজতেমাকে সম্মান দেখায়নি। রাসূলের পবিত্র জন্মদিন ঈদে মিলাদুন্নবীকেও সম্মান দেখায়নি।’
তিনি বলেন, ‘যেকোনো অবস্থায় তাদের মোকাবিলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি জানি, উন্নয়নের পথে যথেষ্ঠ বাধা আসছে। কিন্তু এই বাধা বাঙালিকে কখনো দমিয়ে রাখতে পারবে না।’
দেশের জনগণকে সবার ওপরে স্থান দিয়ে তাদের জানমালের হেফাজতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের জনগণ সবার ওপরে। প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে জনগণের জানমালের হেফাজত করা আপনাদের পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে আপনারা সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও সাহসের সঙ্গে কাজ করে যাবেন- এই প্রত্যাশা আমাদের সবার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *