বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তরণে জাতিসংঘের তৎপরতা শুরু

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি উত্তরণে তৎপরতা শুরু করেছে জাতিসংঘ। গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনের আগে শুরু হওয়া সমঝোতার প্রক্রিয়াও জোরদার করেছে সংস্থাটি।
এরই অংশ হিসেবে জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা বিসওয়ালের সাথে বৈঠক করেছেন বলে জানা গেছে।
গতকাল ১১ ফেব্রুয়ারী স্থানীয় সময় বুধবার বিকালে যুক্তরাষ্ট্রে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাজনৈতিক সূত্রগুলো দাবি করেছে এই বৈঠকে বাংলাদেশের চলমান পরিস্থিতি উত্তরণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
এদিকে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক জানিয়েছেন বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে জাতিসংঘ।
প্রায় এক বছরেরও আগে বিবাদমান রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে সমঝোতা করতে সহকারী মহাসচিব তারানকো শেখ হাসিনা সরকারের সাথে যে সমঝোতার চেষ্টা চালিয়েছিলেন তা এখনো অব্যাহত রয়েছে বলেও জানান ডুজাররিক।

আতিক/প্রবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.