গাইবান্ধার সাদুল্যাপুরে দুটি ককটেল বিস্ফোরণ

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধকারীরা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজার সংলগ্ন এলাকায় কককেটলগুলির বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেটে পড়ে দুর্বৃত্তরা। এ সময় আতঙ্কে বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়।

সাদুল্যাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পরিমল চন্দ্র ককটেল বিষ্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা।

৫ thoughts on “গাইবান্ধার সাদুল্যাপুরে দুটি ককটেল বিস্ফোরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *