ভালোবাসা দিবসের যতো উপহার

ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবসে প্রিয়জনের জন্য উপহার নির্বাচনে অনেকেই দ্বিধায় পড়েন। বুঝে উঠতে পারেন না; ঠিক কোন উপহারে প্রিয় মানুষটি অনেক খুশি হবেন। বাস্তবতা হলো, ছোট্ট উপহারও অনেক সময় দামি উপহারের চেয়ে বেশি আনন্দ দেয়।

আজকাল উপহার দেয়ার ক্ষেত্রে প্রয়োজনীয়তার কথাও মাথায় রাখতে হয়। এমন কিছু উপহার দেয়া ঠিক নয়; যা কখনোই কাজে আসে না। বরং এমন কিছু দেয়া উচিৎ যা কাজে লাগে। তাই ভালোবাসা দিবসে প্রিয়জনকে দেয়ার জন্য উপহার ঠিক করুন চিন্তা-ভাবনা করে। তার পছন্দ-অপছন্দের কথা মাথায় রেখে।

ছেলেদের উপহার

ছেলেদের উপহারের মধ্যে খুব জনপ্রিয় একটি আইটেম হল সুগন্ধি। যদি জানা থাকে কোন ব্রান্ডের কোন সুগন্ধি আপনার ভালোবাসার মানুষটির পছন্দ- তবে চিন্তা কমে যায় অনেকটাই। তবে নতুন সুগন্ধি উপহার দেয়ার ক্ষেত্রে একটু সতর্ক হওয়া দরকার। কারণ সেটি তার ভালো নাও লাগতে পারে।

আরেকটি ভালো গিফট হল শেভিং কিট। যদিও এটি খুবই ব্যক্তিগগত। তবে উপহারটি প্রয়োজনীয়ও। তাই ভালোবাসা দিবসে সুন্দর একটি শেভিং কিট পছন্দের মানুষটিকে দিতে পারেন নিশ্চিন্তে।

ভালোবাসা দিবসের উপহার হিসেবে ক্রিকেট বা ফুটবল ম্যাচের টিকিটের কথাও কিন্তু ভাবা যায়। উপহারটি হতে পারে একবারে আলাদা। যদি জানা থাকে ভালোবাসার মানুষ কোন খেলাটি বেশি পছন্দ করে; তবে তাকে সেই টুর্নামেন্টের টিকিট দিতে পারেন। উপহারটি হয়তো তাকে চমকে দেবে। আর যদি একসাথে গ্যালারিতে বসে খেলা দেখার ইচ্ছ থাকে; তাহলে নিজের জন্যও একটি টিকিট কিনে রাখতে পারেন ব্যাগে। এভাবে স্মরণীয় করে রাখা যেতে পারে ভ্যালেন্টাইনস ডে।

এছাড়া ভালোবাসা দিবেসে ছেলে বন্ধুদের উপহার দেয়ার জন্য ভাবতে পারেন ওয়ালেট, ঘড়ি, শো-পিস, অ্যাশট্রে, টি-শার্ট, কার্ড, টাই পিন, মগ, ফটোফ্রেমের কথা।

মেয়েদের উপহার

মেয়েদের জন্য এক গুচ্ছ লাল গোলাপ হতে পারে ভালেন্টাইনস ডের সবচেয়ে বড় উপহার। ব্যতিক্রম হিসেবে অর্কিড, ডালিয়া, জারবারা, দোলনচাঁপাও দিতে পারেন নিশ্চিন্তে। আর যদি জানা থাকে আপনার ভালোবাসার মানুষ কোন ফুল পছন্দ করে, তাহলে তো ভাবনা-চিন্তার কিছু নেই।

ফুলের পর ভালো উপহার হলো চকোলেট। নানা ধরনের চকোলেট থেকে পছন্দের চকোলেটটি বেছে নিন আপনার ভালোবাসার মানুষের জন্য। সুন্দর মোড়কে সাজিয়ে ভ্যালেন্টাইনস ডেতে সেটি তুলে দিন তার হাতে।

ভালোবাসা দিবসে বই হতে পারে অনেক ভালো উপহার। ভালোবাসার মানুষ যদি গল্প, উপন্যাস, প্রবন্ধ বা ভ্রমণ কাহিনী পড়তে পছন্দ করেন তবে তাকে কিনে দিতে পারেন পছন্দের লেখকের বই।

অথবা দিতে পারেন কোন ড্রেস, মেকআপ কিট, পছন্দের ব্যান্ডের লিপস্টিক, হাতঘড়ি, পার্স, সানগ্লাস, হেয়ার স্ট্রেইটনার, আংটি, লকেট বা কানের দুল। তবে উপহার যাই হোক, এর উপস্থাপন হতে হয় আকর্ষনীয়। উপহার বক্সের গায়ে কবিতার পঙতিমালাও লিখে দিতে পারেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস

One thought on “ভালোবাসা দিবসের যতো উপহার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *